Professor Yunus Joins IOC President to Welcome Refugee Olympic Team
12 Aug, 2016  
Fig: Professor Yunus Joins IOC President to Welcome Refugee Olympic Team

Yunus Centre Press Release (August 12, 2016)

Nobel Laureate Professor Muhammad Yunus was especially invited by IOC President Thomas Bach to join him in the flag raising ceremony of the Refugee Olympic Team at the Olympic Village on August 3. He joined in the official ceremony to welcome the team into the Village and to witness the  flag raising of the Refugee Olympic Team along with five other teams that evening.

There are ten athletes who form the Refugee Olympic Team from South Sudan. Ethiopia, Syria, Democratic Republic of Congo participating in athletics, judo and swimming during the Rio 2016 games. The flag that was raised for them was the Olympic Flag. Rose Lokonyen the track athlete from South Sudan recognized Professor Yunus and came over to take a photo with him.

Professor Yunus sat through the ceremony flanked by Thomas Bach, President of the IOC, and Jacques Rogge, the former President of the IOC, in an exclusive program inside the Olympic Village. Professor Yunus was earlier given a tour of the Olympic Village and facilities courtesy of the IOC.

 

--- End ---

 

প্রেস রিলিজ

রিফিউজি অলিম্পিক টিমকে স্বাগত জানাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের সাথে ড. ইউনূস

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ ৩ আগষ্ট অলিম্পিক ভিলেজে অনুষ্ঠিত রিফিউজি অলিম্পিক টিমের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তাঁর সঙ্গে যোগ দিতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস রিফিউজি অলিম্পিক টিমকে অলিম্পিক ভিলেজে স্বাগত জানাতে এবং ঐ দিন সন্ধায় আরো ৫টি টিমের সাথে রিফিউজি অলিম্পিক টিমের পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে এই উদ্দেশ্যে আয়োজিত অফিসিয়াল অনুষ্ঠানে যোগদান করেন।

রিফিউজি অলিম্পিক টিমে দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সিরিয়া ও কঙ্গো গণপ্রজাতন্ত্রের ১০ জন খেলোয়াড় রয়েছেন যাঁরা রিও ২০১৬ অলিম্পিকে অ্যাথলেটিক্স, জুডো ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করছেন। তাঁদের জন্য যে পতাকাটি উত্তোলন করা হয় তা ছিল অলিম্পিক পতাকা। দক্ষিণ সুদানের দৌড়বিদ রোজ লোকোনিয়েন প্রফেসর ইউনূসকে চিনতে পারেন এবং তাঁর সাথে ছবি তুলতে এগিয়ে আসেন।

অলিম্পিক ভিলেজে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ ইউনূসের পাশে উপবিষ্ট ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট টমাস বাখ ও প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক রগ। এর পূর্বে অলিম্পিক কমিটির সৌজন্যে প্রফেসর ইউনূসকে অলিম্পিক ভিলেজ ও তার বিভিন্ন সুবিধাদি ঘুরিয়ে দেখান হয়।

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More