Yunus meets Canada Finance Minister, addresses social business meetings in Ottawa and Toronto
02 Oct, 2016  
Fig: Yunus meets Canada Finance Minister, addresses social business meetings in Ottawa and Toronto

Yunus Centre Press Release (02 October, 2016)

Nobel Laureate Professor Muhammad Yunus had an hour long meeting with the Canadian Finance Minister Bill Morneau who visited him at his hotel on last Friday. They discussed about development strategies including the role of social business. Professor Yunus suggested that some part of development aid could be exclusively devoted to financing social business initiatives ie sustainable enterprises that address social needs while unleashing the creative energies of the communities. They talked in particular about Yunus Social Business initiatives in Haiti and Africa where funds have been created to support social businesses in those countries with very good results. They also discussed about developing entrepreneurship programs for aboriginal communities in Canada following the Nobin Udyokta program in Bangladesh to engage the unemployed youth in those communities to create entreprises that bring income for themselves while also generating employment for others. Mr Morneau thanked Prof Yunus for the meeting and also talked about prospects of big Canadian companies operating in poor countries to create social businesses to help overcome their problems.

Earlier in Ottawa Professor Yunus addressed the One Young World Summit audience of 1,300 young people on how they can change the world by challenging the conventional wisdoms that getting a good job is the purpose of life. He said human beings are entrepreneurs and by creating their own enterprises they discover themselves and create new centres of sharing the wealth, rather than working for companies  that merely make those who are rich richer. He talked about his own vision of a world with three zeroes - zero poverty zero unemployment and zero carbon emissions - and how the power of youth would be an important force for achieving those goals together with the power of social business and technology.

Professor Yunus was joined on stage by ten members of youth delegation from Bangladesh who were selected through a competitive process by Yunus Centre to attend the One Young World Summit in Ottawa as part of his delegation. They each told the audience what they hoped to do in future to make an impact in Bangladesh and the world.

In Toronto. Professor Yunus was a chief guest of the Toronto International Microfinance Summit (TIMS) and delivered a keynote address at a gathering of 150 participants made up of microfinance practitioners, business persons academic and others. He also addressed a meeting of Rotary in Toronto and shared about his work in social business in Bangladesh and around the world.

Photo Caption: Nobel Laureate Professor Muhammad Yunus with Canadian Finance Minister Bill Morneau who visited him at his hotel during his visit to Canada.

Photo Caption 2: Nobel Laureate Professor Muhammad Yunus with Canadian Finance Minister Bill Morneau who visited him at his hotel suite during his visit to Canada.


---End---


প্রেস রিলিজ

কানাডার অর্থমন্ত্রীর সাথে প্রফেসর ইউনূসের বৈঠক, অটোয়া ও টরোন্টোতে সামাজিক ব্যবসা সভায় বক্তৃতা প্রদান

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কানাডার অর্থমন্ত্রী বিল মরনোর সাথে এক ঘন্টাব্যাপী একটি বৈঠকে মিলিত হন। সামাজিক ব্যবসার ভূমিকা সহ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনার জন্য অর্থমন্ত্রী মরনো কানাডায় অবস্থানত প্রফেসর ইউনূসের সাথে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন। প্রফেসর ইউনূস উন্নয়ন সহযোগিতার একটি অংশ সামাজিক ব্যবসা উদ্যোগগুলোতে অর্থাৎ মানুষের সৃষ্টিশীল শক্তিকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষভাবে নিয়োজিত করার পরামর্শ দেন। তাঁরা বিশেষ করে হাইতি ও আফ্রিকাতে ইউনূস সামাজিক ব্যবসা উদ্যোগগুলো নিয়ে কথা বলেন যেখানে বিভিন্ন সামাজিক ব্যবসাকে অর্থায়ন করার জন্য সৃষ্ট তহবিলগুলো খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। তাঁরা বাংলাদেশে নবীন উদ্যোক্তা কর্মসূচির অনুসরণে কানাডার আদিবাসী জনগোষ্ঠীগুলোর জন্য উদ্যোক্তা কর্মসূচি গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন যাতে ঐ জনগোষ্ঠীগুলোর বেকার তরুণরা নতুন নতুন ব্যবসা সৃষ্টি করে তাদের নিজেদের ও অন্যদের জন্য কর্মসংস্থান তৈরী করতে পারে। অর্থমন্ত্রী মরনো প্রফেসর ইউনূসকে তাঁর সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান এবং দরিদ্র দেশগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে ঐ দেশগুলোতে সামাজিক ব্যবসা গড়ে তুলতে সেখানে কর্মরত বৃহৎ কানাডিয়ান কোম্পানীগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়েও তাঁর সাথে আলোচনা করেন।

এর পূর্বে প্রফেসর ইউনূস অটোয়ায় অনুষ্ঠিত ওয়ান ইয়ং ওয়ার্ল্ড শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেন এবং একটি ভাল চাকরী পাওয়াকে জীবনের লক্ষ্যে পরিণত করার সনাতন ধারণাকে চ্যালেঞ্জ করে তরুণ সমাজ কীভাবে পৃথিবীকে বদলে দিতে পারে সম্মেলনে উপস্থিত ১,৩০০ তরুণের কাছে তা তুলে ধরেন। তিনি বলেন যে, প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা এবং নিজস্ব উদ্যোগ সৃষ্টির মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের আবিষ্কার করতে পারে, অন্যদিকে ধনীকে আরো ধনী করতে নিয়োজিত কোম্পানীগুলোর জন্য কাজ করার পরিবর্তে সম্পদ ছড়িয়ে দেবার নতুন নতুন কেন্দ্র গড়ে তুলতে পারে। তিনি তাঁর তিন শূন্য - অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বণ নিঃস্বরণ সম্বলিত পৃথিবীর রূপকল্প নিয়ে কথা বলেন এবং সামাজিক ব্যবসা ও প্রযুক্তির শক্তিতে বলীয়ান হয়ে তরুণ সমাজ কীভাবে এই লক্ষ্যগুলো অর্জনে নেতৃস্থানীয় ভূমিকা নিতে পারে তা তাদের সামনে তুলে ধরেন।

সম্মেলন মঞ্চে প্রফেসর ইউনূসের সঙ্গে যোগ দেয় ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশী তরুণ প্রতিনিধিদল। ইউনূস সেন্টার একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ান ইয়ং ওয়ার্ল্ড শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য এই বাংলাদেশী প্রতিনিধিদলের সদস্যদের বাছাই করে। এই তরুণরা প্রত্যেকে বাংলাদেশ ও পৃথিবীর জন্য তারা ভবিষ্যতে কী করতে চায় তা সম্মেলনে উপস্থিত শ্রোতাদের সামনে তুলে ধরে।

টরোন্টোতে প্রফেসর ইউনূস টরোন্টো আন্তর্জাতিক ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে যোগ দেন এবং উপস্থিত ১৫০ জন ব্যবসায়ী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ক্ষুদ্রঋণ সংগঠনকারীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি টরোন্টোতে রোটারীর একটি সভায়ও বক্তব্য রাখেন যেখানে তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর সামাজিক ব্যবসা কর্মসূচিগুলো বিষয়ে তাদের অবহিত করেন।

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More