Andhra University Creates Yunus Social Business Centre
07 Jan, 2017  
Fig: Andhra University Creates Yunus Social Business Centre

Yunus Centre Press Release (07 January, 2017)

Andhra University , Vishakhapatnam , India received Professor Yunus on 5 January as Chief Guest in its three day observation of the  90th anniversary of the university and the 10th anniversary of the Nobel Peace prize of Professor Yunus . On this occasion a symposium on Social Business for Sustainable development was organized . Professor Yunus gave the keynote speech  in the inaugural session. Before his speech the Human Development Minister of Andhra Pradesh Ganta Srinivasa Rao and the Vice Chancellor of the University Professor Nageshwara Rao  welcomed Professor Yunus and declared that the university is in the process of creating a Yunus Centre of Social Business as an interdepartmental facility to take up research on social business and to inspire young entrepreneurs in it. Professor Raghu Babu on behalf of the organizers explained the inspiration by Prof. Yunus's ideas and actions that led the university to make this decision.

Attended not only by the faculty and students of the university but also the academia and young students from nearby districts attended Prof. Yunus's very inspiring speech. He narrated how the idea of social business spread out and how can Andhra University play an important role in it. He also emphasised that the social business model will bring about a qualitative change for the better across the world, not just for Third World countries. Exhorting youngsters to turn entrepreneurs rather than job-seekers, Yunus said south asian countries can make use of the demographic dividend if the spirit of entrepreneurship is inculcated in the youth.

Prof. Yunus was later received by the teachers and students of the Economics Department of the university well-known for its illustrious faculty over the years. In the evening the Vice Chancellor hosted a dinner party and a cultural event in honour of Professor Yunus.

Photo Caption : - 1: Nobel Laureate Professor Muhammad Yunus is being ceremonially honoured during the observation of the 90th anniversary of Andhra University , Vishakhapatnam, India and the 10th anniversary of the Nobel Peace prize of Professor Yunus.

Photo Caption : - 3 Nobel Laureate Professor Muhammad Yunus is seen along with Human Development Minister of Andhra Pradesh, Ganta Srinivasa Rao and the Vice Chancellor of Andhra University , Vishakhapatnam, India Professor during a symposium on Social Business for Sustainable development during a three day observation of the  90th anniversary of the university and the 10th anniversary of the Nobel Peace prize of Professor Yunus .

Photo Caption : - 4 Nobel Laureate Professor Muhammad Yunus delivering keynote speech on January 5, 2017 as Chief Guest during a Conference on Social Business for Sustainable development at Andhra University , Vishakhapatnam, India.

------------- End --------------

 

প্রেস রিলিজ

অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র

ভারতের বিশাখাপত্তমে অবস্থিত অন্ধ্র বিশ্ববিদ্যালয় গত ৫ জানুয়ারী ২০১৭ তার ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরণ করলো প্রফেসর ইউনূসকে। এই উপলক্ষে অন্ধ বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়নের উপর একটি সিম্পোজিয়ামেরও আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। তঁর ভাষণের আগে অন্ধ্র প্রদেশের মানব উন্নয়ন মন্ত্রী জনাব গান্ত শ্রীনিবাস রাও এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাগেশ্বর রাও প্রফেসর ইউনূসকে স্বাগত জানান এবং ঘোষণা করেন যে, অন্ধ্র বিশ্ববিদ্যালয় একটি আন্তঃবিভাগীয় ব্যবস্থা হিসেবে সেখানে একটি ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সামাজিক ব্যবসা বিষয়ক গবেষণা পরিচালনা ও তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায়ে উৎসাহিত করতে এই ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রটি প্রক্রিয়াধীন আছে বলে তাঁরা উপস্থিত অভ্যাগতদের অবহিত করেন। আয়োজকদের পক্ষে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঘু বাবু প্রফেসর ইউনূসের আদর্শ ও কর্ম বিশ্ববিদ্যালয়কে কীভাবে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে তা ব্যাখ্যা করেন।

প্রফেসর ইউনূসের অসাধারণ উদ্দীপনামূলক বক্তৃতা শুনতে শুধু অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা নন, নিকটবর্তী অন্যান্য জেলা থেকেও শিক্ষক ও ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসার ধারণা কীভাবে বিস্তৃতি লাভ করলো এবং এক্ষেত্রে অন্ধ্র বিশ্ববিদ্যালয় কী ভূমিকা নিতে পারে--প্রফেসর ইউনূস তা সকলের কাছে ব্যাখ্যা করেন। তিনি জোর দিয়ে বলেন যে, সামাজিক ব্যবসা মডেল শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই নয় বরং সমগ্র বিশ্বের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তরুণদেরকে চাকরী খোঁজার বদলে বরং উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, উদ্যোক্তা হবার প্রেরণা তরুণদের মধ্যে জাগ্রত করে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের জনসংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারে।

অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যা তার প্রখ্যাত শিক্ষকবৃন্দের জন্য বহু বছর ধরে সুপরিচিত, পরে প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্ধায় প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

ছবির ক্যাপশন-১: ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় তার ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রফেসর ইউনূসকে আনুষ্ঠানিক সম্মাননা জানাচ্ছে।

ছবির ক্যাপশন-২: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস অন্ধ্র প্রদেশের মানব উন্নয়ন মন্ত্রী জনাব গান্ত শ্রীনিবাস রাওকে নিয়ে আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ৩ দিন ব্যাপী ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০ম বার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করছেন।

ছবির ক্যাপশন-৩: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে টেকসই উন্নয়ন বিষয়ক একটি সিম্পোজিয়ামে অন্ধ্র প্রদেশের মানব উন্নয়ন মন্ত্রী জনাব গান্ত শ্রীনিবাস রাও ও অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাগেশ্বর রাওয়ের সাথে দেখা যাচ্ছে। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০ম বার্ষিকী উপলক্ষে অন্ধ্র বিশ্ববিদ্যালয় এই সিম্পোজিয়ামের আয়োজন করে।

ছবির ক্যাপশন-৪: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ভারতের বিশাখাপত্তমে অবস্থিত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে  ৫ জানুয়ারী ২০১৭ “টেকসই উন্নয়নের জন্য সামাজিক ব্যবসা” শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

----------------- End -----------------


Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More