Yunus Joins celebration of 200th year of Presidency University in Kolkata.
15 Jan, 2017  
Fig: Yunus Joins celebration of 200th year of Presidency University in Kolkata.

Yunus Centre Press Release (15 January, 2017)

Nobel Laureate Professor Muhammad Yunus addressed the Presidency University  Global Education Summit on the occasion of its Bicentennial celebration on 10 January. Later he  was received by the Governor of Bengal at  Rajbhaban and joined him in a dinner. He was accompanied by Professor Anuradha Lohia, the Vice-Chancellor of Presidency University.

Presidency University was born out of Presidency College which initially started as an initiative of a small group of educational activists as Hindu College two hundred years back in 1817. Hindu College was the first institution of  western higher learning in British India. In 2010 Presidency College was upgraded into a university.

Professor Yunus spoke in Derozio Auditorium of the university before a packed  audience.

Professor Yunus was invited to give a  public lecture on  'Redesigning Economics to redesign the world'  as a part of its celebrations of 200th anneversary. It was advertised in all  major news papers of Kolkata.

Professor Yunus based his speech on his own experience with Grameen Bank and various social businesses that he created. He said his experience of the 1974 famine in Bangladesh  made him realize  that conventional economics was not of use to real people's life. For example loan sharks were ruining the life of the poor villagers, but conventional banking was of no help to them. That led him to conceptualise and operationalise Grameen Bank to give  the poor access to credit .

He told the audience that whenever he wanted to address a social  problem, he created a social business, which needed complete redesigning of conventional business, the basic goal of which is profit maximization. On the other hand Social Business is designed  for solving  a social problem, and the investor  does not take any dividend from it .

Professor Yunus emphasized that the world is building up a very serious problem through continuous accumulation of wealth in the hands of a fewer and fewer people. This trend will soon lead the world economy to a crush, he argued.  One solution is to unleash the entrepreneurial  potential which every human being have, to help them turn themselves into job creators rather than to stay as Job seekers. In this context he described how his organisations are creating thousands of new young entrepreneurs from mong Grameen families. This is done by means of social business funds created to provide financial investments to new entrepreneurs. Similarly, in many other countries of the world, different social problems are being solved through social businesses.

A new world is being created gradually by  social businesses in place of businesses driven by greed. And in this new world soon the three zeros will be achieved -- zero poverty, zero  unemployment, zero carbon emission.

Prof. Yunus then answered questions from the audience.  Professor Anuradha Lohia , the Vice Chancellor of Presidency University presided, and conducted the question -answer session.

 

------End-----

In Bangla

প্রেস রিলিজ

কোলকাতায় প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের দ্বিশততম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস

১০ জানুয়ারী ২০১৭ কোলকাতার বিখ্যাত প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের দ্বিশততম বার্ষিকী উপলক্ষে আয়োজিত “গ্লোবাল এডুকেশন সামিট”-এ ভাষণ দিয়েছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঐ দিনই বাংলার গভর্ণর তাঁকে “রাজভবন”-এ স্বাগত জানান ও তাঁর সাথে নৈশ ভোজে যোগ দেন। প্রফেসর ইউসূসের সঙ্গে ছিলেন প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুরাধা লোহিয়া।

দুইশত বছর আগে ১৮১৭ সালে কয়েকজন শিক্ষা কর্মীর উদ্যোগে “হিন্দু কলেজ” নামে জন্ম নেয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরবর্তীতে “প্রেসিডেন্সী কলেজ” নামে সমধিক খ্যাতি অর্জন করে। হিন্দু কলেজ বৃটিশ ভারতে পশ্চিমা উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। ২০১০ সালে প্রেসিডেন্সী কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।

প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের জনাকীর্ণ দিরোজিও অডিটোরিয়ামে ভাষণ দেন।

বিশ্ববিদ্যালয়ের দ্বিশততম বার্ষিকীর অংশ হিসেবে আয়োজিত “রিডিজাইনিং ইকোনমিক্স টু রিডিজাইন দ্য ওয়ার্ল্ড” শীর্ষক গণ বক্তৃতা প্রদানের জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কোলকাতার সকল গুরুত্বপূর্ণ পত্রিকায় সংবাদটি প্রচারিত হয়।

প্রফেসর ইউনূসের বক্তৃতার উপজীব্য ছিল তাঁর সৃষ্ট গ্রামীণ ব্যাংক ও অন্যান্য বিভিন্ন সামাজিক ব্যবসায়ে তাঁর অভিজ্ঞতা। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়ে তিনি উপলদ্ধি করেন যে, অর্থনীতির প্রচলিত তত্ত্বগুলো মানুষের বাস্তব জীবনে কোন কাজে আসে না। উদাহরণ স্বরূপ, মহাজনরা গরীব গ্রামবাসীদের জীবন ধ্বংস করে দিলেও প্রথাগত ব্যাংকিং এই মানুষগুলোর কোন উপকারেই আসেনি। ফলে গরীব মানুষদেরকে ঋণ সুবিধা দেবার জন্য তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা গড়ে তোলেন ও তা বাস্তবে রূপায়িত করেন।

তিনি শ্রোতাদের বলেন যে, যখনই তিনি কোন সামাজিক সমস্যার সমাধান করতে চেয়েছেন, তখনই তিনি একটি সামাজিক ব্যবসা সৃষ্টি করেছেন। এজন্য প্রয়োজন হয়েছে প্রথাগত ব্যবসাকে - যার মূল লক্ষ্য মুনাফা সর্বোচ্চকরণ - পুনর্গঠিত করার। অপর দিকে সামাজিক ব্যবসা তৈরীই হয় কোন সামাজিক সমস্যার সমাধান করতে এবং বিনিয়োগকারী এখান থেকে কোন লভ্যাংশ পান না।

তিনি জোর দিয়ে বলেন যে, সম্পদ ক্রমাগতভাবে অল্প কিছু লোকের হাতে পুঞ্জীভূত হওয়ায় পৃথিবীতে একটি বড় ধরনের সংকট তৈরী হচ্ছে। তিনি যুক্তি দেখান, এই প্রবণতা বিশ্ব অর্থনীতিকে শীঘ্রই বিপর্যয়ের মুখে ফেলবে। এর একটি সমাধান হচ্ছে প্রতিটি মানুষের ভেতরে জন্মগতভাবে বিদ্যমান উদ্যোক্তার শক্তিকে বিকশিত হবার সুযোগ করে দেয়া এবং তাদেরকে চাকরি খোঁজার বদলে চাকরি তৈরীর হাতিয়ারে পরিণত করা। এই প্রেক্ষাপটে তিনি তাঁর তৈরী প্রতিষ্ঠানগুলো কীভাবে গ্রামীণ পরিবার থেকে হাজার হাজার নবীন উদ্যোক্তা সৃষ্টি করছে তার বর্ণনা দেন। নবীন উদ্যোক্তাদের ব্যবসায়ে পুঁজি সরবরাহ করতে সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টির মাধ্যমে এটা করা হচ্ছে। একইভাবে পৃথিবীর আরো অনেক দেশে সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে।

তিনি আরো বলেন, লোভ দ্বারা চালিত ব্যবসার স্থলে সামাজিক লক্ষ্য চালিত ব্যবসা ধীরে ধীরে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে যাচ্ছে। পৃথিবী শীঘ্রই পরিণত হবে তিন শূন্য’র - অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণের একটি নতুন পৃথিবীতে।

প্রফেসর ইউনূস এরপর শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুরাধা লোহিয়া প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা ও এতে সভাপতিত্ব করেন।

 

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More