YUNUS MEETS NEW UN SECRETARY GENERAL ANTONIO GUTERRES
22 Jan, 2017  
Fig: YUNUS MEETS NEW UN SECRETARY GENERAL ANTONIO GUTERRES

Yunus Centre Press Release (22 January, 2017)

 Davos,  January 22.

Nobel Laureate Professor Muhammad Yunus was invited to a specially organised  meeting of the UN SDG Advocates in Davos on the sidelines of the World Economic Forum to meet the new UN Secretary General Antonio Guterres.

The meeting was attended by the SDG Advocates who were present at the WEF in Davos. They included Prime Minister Erna Solberg of Norway, Paul Polman, CEO of Unilever and Ambassador Dho of Korea and Professor Yunus. The Secretary General sought the Advocates advice on the ways in which the  Advocates can promote the goals to help the UN achieve the SDGs by 2030. He wanted their advice on how he as the UN Secretary General can facilitate their work. 

The Advocates each gave their suggestions on the best way to move forward.  Yunus strongly recommended that efforts should be focussed on mobilising the women. the youth and civil society in general by building awareness among them and spurring them into action towards the SDGs. He especially proposed that UN SG may regularly address young people at universities as a way to get youth aware and involved in the SDGs briefing them on the accomplishment made in leading countries and the tasks ahead. His addresses at the universities may be covered in the press  extensively.  Guterres thanked Professor Yunus for his comments and praised him for his contributions in poverty reduction that he has long been an admirer of.

Professor Yunus during WEF week in Davos attended a number of events focussed on the SDGs. He addressed a special breakfast meeting of global infuencers organized by film maker Richard Curtis and celebrity chef Jamie Oliver who are working to reach the message of the SDGs to the widest possible audience using their platform and celebrity. Yunus mentioned that while marketing the SDGs was important it had to be supported by work on the ground to achieve the goals by 2030. He explained the work of the social businesses operating in Bangladesh and around the world and through the new entrepreneurs program in Bangladesh which is  turning unemployed youth into entrepreneurs.  He explained his focus on three zeroes - zero poverty, zero unemployment and zero net carbon emissions. 

He also met with Thomas Gass the Assistant Secretary General of the UN who is the focal point of the UN SDG Advocacy Group and had an interview on SDG Live  at the UN Partnership Space in Davos

Nobel Laureate Professor Muhammad Yunus is seen along with UN Secretary General and UN SDG Advocates in Davos on the sidelines of the World Economic Forum. Photo: Yunus Centre

------------ END ----------------

In Bangla

প্রেস রিলিজ

জাতি সংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক।

দাভোস, ২২ জানুয়ারী

সুইজারল্যান্ডের দাভোসে অনু্িষ্ঠত বিশ্ব অর্থনৈতিক ফোরামের পাশাপাশি জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থকদের (অ্যাডভোকেট) একটি বিশেষ সভায় যোগদানের ও জাতি সংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে বৈঠকের জন্য নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়।

দাভোসে অনু্িষ্ঠত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণকারী জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থকদের সকলেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ, ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোলম্যান, কোরিয়ার রাষ্ট্রদূত ধো এবং প্রফেসর ইউনূস। জাতি সংঘ মহাসচিব ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যেগুলো অর্জনে এর সমর্থকরা কীভাবে সহায়তা করতে পারেন সে বিষয়ে তাঁদের পরামর্শ চান। জাতি সংঘের মহাসচিব হিসেবে তিনি কীভাবে তাঁদের কাজে সহায়তা করতে পারেন সে বিষয়েও তিনি তাঁদের মতামত জানতে চান।

সমর্থকদের প্রত্যেকেই এ বিষয়ে সর্বোত্তম কর্মপন্থা কী হতে পারে সে বিষয়ে তাঁদের মতামত জানান। প্রফেসর ইউনূস নারী, তরুণ সমাজ ও সাধারণভাবে সিভিল সোসাইটির সমবেত শক্তিকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে চালিত করার জন্য জোরালোভাবে সুপারিশ করেন। তিনি বিশেষভাবে প্রস্তাব করেন যে, জাতি সংঘ মহাসচিব নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্য সম্পর্কে সচেতন করতে ও এই লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করতে পারেন এবং এই উদ্দেশ্যে নেতৃস্থানীয় দেশগুলোর অর্জন ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তাদেরকে অবহিত করতে পারেন। বিশ্ববিদ্যালয়গুলোতে তাঁর বক্তৃতা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হতে পারে। গুতেরেস প্রফেসর ইউনূসকে তাঁর পরামর্শের জন্য ধন্যবাদ জানান এবং দারিদ্র বিমোচনে প্রফেসর ইউনূসের অসামান্য অবদানের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন।

দাভোসে সপ্তাহব্যাপী বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলাকালে প্রফেসর ইউনূস টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। তিনি বিশিষ্ট চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস ও সেলিব্রিটি শেফ জ্যামি অলিভার আয়োজিত বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিদের একটি বিশেষ প্রাতঃরাশ সভায় বক্তৃতা দেন। উল্লেখ্য যে, এই দু’জন খ্যাতিমান ব্যক্তিত্ব তাঁদের প্লাটফর্ম ও খ্যাতিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য সংক্রান্ত বিভিন্ন বার্তা ব্যাপক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেন যে,  টেকসই উন্নয়ন লক্ষ্যের বার্তাগুলো প্রচারের ক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য মাঠ পর্যায়ে যেসব কাজ হচ্ছে তার প্রচারও গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে বাংলাদেশে ও পৃথিবীর অন্যত্র সামাজিক ব্যবসা নিয়ে যে সকল কাজ হচ্ছে এবং বাংলাদেশে নবীন উদ্যোক্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র তরুণ-তরুণীরা কীভাবে উদ্যোক্তায় পরিণত হচ্ছে তা তুলে ধরেন। তিনি একটি নতুন পৃথিবী গড়ে তুলতে তাঁর “তিন শূন্য” - অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃস্বরণ - কেন গুরুত্বপূর্ণ তাও ব্যাখ্যা করেন।

এছাড়াও প্রফেসর ইউনূস জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য সংক্রান্ত অ্যাডভোকেসী গ্রুপের সমন্বয়কারী জাতি সংঘের সহকারী মহাসচিব টমাস গাসের সাথে সাক্ষাৎ করেন এবং দাভোসে জাতি সংঘ পার্টনারশীপ স্পেসে জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের উপর সরাসরি সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে অংশ নেন।

ছবির ক্যাপশন-১: সুইজারল্যান্ডের দাভোসে অনু্িষ্ঠত বিশ্ব অর্থনৈতিক ফোরামের পাশাপাশি অনুষ্ঠিত জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থকদের একটি বিশেষ সভায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতি সংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

ছবির ক্যাপশন-২: সুইজারল্যান্ডের দাভোসে অনু্িষ্ঠত বিশ্ব অর্থনৈতিক ফোরামের পাশাপাশি অনুষ্ঠিত জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সমর্থকদের একটি বিশেষ সভায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতি সংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে দেখা যাচ্ছে।

------------ END ----------------

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More